মতলবে আহত যুবদল নেতাকে দেখতে হাসপাতালে জেলা যুবদল
সন্ত্রাসী হামলার শিকার মতলব পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনকে দেখতে হাসপাতালে যান জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক।
মঙ্গলবার রাতে চাঁদপুর২৫০ শয্যা হাসপাতলে আহত ইকবাল হোসেন প্রধানকে দেখতে যান তিনি। এসময় জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক তার চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। চিকিৎসা ব্যবস্থায় যেন কোন অবহেলা এবং ত্রুটি না হয় সেজন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান। এদিকে ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রধানকে হত্যার উদ্দেশ্য যারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান জেলা যুবদলের এ নেতা।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাদের হাতে মানুষ জীবন দিতে হবে এটা খুবই দুঃখজনক ঘটনা। তাই এ ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, আনিসুর রহমান শাহিন ভূঁইয়া, বিএনপি নেতা শফিক মল্লিকএকে এম , আজাদ,যুবদল নেতা বিজয় মৃধা প্রমুখ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২১ মে ২০২৫