Home / চাঁদপুর / আহছান উল্লাহ আখন্দ জেলা আ’লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী
আহছান উল্লাহ আখন্দ জেলা আ’লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী

আহছান উল্লাহ আখন্দ জেলা আ’লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন দলের বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহছান উল্লাহ আখন্দ।

তিনি চাঁদপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম রফিউদ্দিন আখন্দ ওরফে সোনা আখন্দের জামাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ে ছাত্রলীগের মাঠ কাঁপানো ছাত্রনেতা ও পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিতি লাভ করেন।

২০০৫ সালের চাঁদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে তিনি জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে ও নেত্রীর নির্দেশে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের পদ লাভ করেন।

আহছান উল্লাহ আখন্দ দীর্ঘ ১১ বছর জেলা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থেকে আওয়ামী লীগের সকল আন্দোলন-সংগ্রাম সামনের কাতারে ছিলেন। আগামী দিনে আওয়ামী লীগের ঘাঁটি চাঁদপুর জেলাকে আরো শক্তিশালী করতে এবারের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন বলে জানান।

 || আপডেট: ০৯:৩৯ পিএম, ১৫ জানুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর