চাঁদপুরের শাহরাস্তিতে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ১৬ অক্টোবর শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, রাতে অভিযান চালিয়ে আদালতের দণ্ডপ্রাপ্ত আসামি সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোখলেছুর রহমানের পুত্র মোতালেবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের ৬ মাসের সাজা পরোয়ানা ও ২ লক্ষ ৭৭ হাজার ৭শ’১৬ টাকা অর্থদণ্ড রয়েছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, ‘গ্রেফতার মোতালেবের বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড রয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
প্রতিবেদক: মো. জামাল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur