চাঁদপুরের হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে একদিনে ৩ মামলার ওয়ারেন্টভুক্ত ৯ জন আসামিকে আটক করে আদালতে প্রেরণ করছে।
২৬ সেপ্টেম্বর রোববার রাতে অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে থানা পুলিশ বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
আটককৃত মামলার আসামিরা হলেন জিআর মামলা ৫২/২১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি নাছির কাজী (৩৫), রাকিব হোসেন হাওলাদার (১৮), সুইটি খাতুন (৩৮), রাসেল হোসেন হাওলাদার রকী (২২), আপনান উল রিয়া (১৯), সালমা বেগম (২৭), জিআর মামলা ১৬/২১ সদর থানার মামলা ১৬ এর আসামি মোঃ নূরুল ইসলাম নুরু ভূইয়া (৬৫), জিআর মামলা ৩৮/২০ এর আসামি অহিদুল্লাহ অহিদ মুন্সি (৭০), সেলিনা বেগম (৩০)।
বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন হাইমচর থানা এস আই সনজিত, শহিদ, পলাশ, আল আলমিন, আঃ মান্নান, এএসআই প্রানকৃঞ্চ, গোলাম খালেক, মোবারক হোসেন, মীর কাশেম, কালামসহ সঙ্গীয় ফোর্স
প্রতিবেদকঃ বিএম ইসমাইল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur