চাঁদপুরের হাজীগঞ্জ থানায় হঠাৎকরে চার শিশু শিক্ষার্থীর আগমন। তাদের লক্ষ থানার ভিতরে থাকা আসামী দেখা। সিসি ক্যামরা দেখে তাদের সামনে এসে অভ্যর্থনা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। ৩১ মার্চ বৃহস্পতিবার বিকালে ওসি এ চারজন পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুর অনুভূতি শুনেন।
চার শিশু শিক্ষার্থীদের নিয়ে ওসি জোবাইর সৈয়দ তার ফেইসবুক ফেইজে ছবিসহ আপলোড লিখেন, স্বপ্ন যখন মানুষ হওয়ার।
এতে লেখা থানা হাজতের সামনে উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য আমি সিসিটিভিতে দেখে এসব কোমলমতি শিশুদের পানে এগিয়ে আসি।
তাদেরকে থানায় এসে এভাবে কি দেখছে? জিজ্ঞেস করি। তারা সমস্বরে বললো, “আসামী দেখতে এসেছে”! আমি তাদের কাছে আসামীর অর্থ জানতে চাইলাম।
তারা বললো,” যারা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, তারাই আসামী।
আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা কি?
শিশুরা বললো,”তারা খারাপ মানুষ” আমি তাদের নিকট জানতে চাইলাম, তোমরা বড় হয়ে কি হবে?
দ্বীপ্ত কন্ঠে বললো, আমরা ভালো মানুষ হবো,
আমি বললাম বড় হয়ে কি করবে। তারা বললো মানুষের উপকার করবো। তারপর জিজ্ঞেস করলাম, আর কি হবে? তারা সর্বশেষ উত্তর দিলো,ভালো পজিশনে যাবো। কথোপকথনের মাঝে এ ও বললো তারা কখনো আসামী হবে না!
আমার বিশ্বাস, পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুদের প্রথম উত্তর যদি হয় ভালো মানুষ হবো, তাহলে আসলেই তারা কখনো আসামী হবে না!
ভাবতে ভালোই লাগলো তাদের কথা বলার ধরণ, চিন্তার ধরণ, মনোভাবের ধরণ দেখে।
আমরা আশা করতেই পারি, অনুর্ধ্ব দশ বছর বয়সী শিশুদের চিন্তা যদি এমন হয়, নিঃসন্দেহে সুন্দর হবে আগামীর বাংলাদেশ।
এ বিষয়ে ওসি জোবাইর সৈয়দ বলেন, ‘এ চার শিশু বিভিন্ন স্কুলের। তারা থানার পাশে এক শিক্ষকের কাছে পড়তে এসেছে। পড়া শেষে নাকি তারা সাহস করে থানায় ডুকে আসামী দেখবে। আমি তাদের মনের অনুভব বুঝতে পেরে তাদেরকে সে ভাবে অভ্যর্থনা জানালাম।’
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৩১ মার্চ ২০২২