চাঁদপুরের ফরিদগঞ্জ থানার মাসিক অপরাধ হালচিত্রে গত জানুয়ারী মাসের ৩১দিনে ২০টি মামলাসহ মোট ৩৬টি মামলা রুজু হয়েছে। গত জানুয়ারী মাসে ৫ লক্ষ ৭৯ হাজার টাকার বিভিন্ন প্রকার মাদক জাতীয় দ্রব্যাদি উদ্ধার করেছে থানা পুলিশ। এই মাসে মোট ১ টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ থানায় গত জানুয়ারি মাসে ৩১ দিনে বিভিন্ন অপরাধে মোট ৩৬টি মামলা রুজু হয়েছে। ৩৬টি মামলার মধ্যে ১টি অপমৃত্যু মামলা ২০টি মাদক মামলা মারামারি (আদার সেকশন) মামলা ১৫ টি।
গত জানুয়ারি মাসে থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ১৪’শ ৩০পিস এবং গাঁজা ৪ কেজি ৭’শ ৫০ গ্রাম উদ্ধার করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন চাঁদপুর টাইমসকে জানান, ‘বহু প্রতিকূলতা উপেক্ষা করে বৃহত্তর থানা এলাকায় স্বল্প সংখ্যক পরিবহন ও ফোর্স নিয়ে থানার কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। তার মধ্যেও অফিসারদের সঠিক ভাবে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে থানার আইন শৃংখলা স্বাভাবিক রয়েছে।
তিনি আরো বলেন, পুলিশের পাশাপাশি সচেতন মহল তথ্য ও সার্বিক ভাবে সহযোগিতা আইন-শৃংখলা পরিস্থিতি ভালো রয়েছে।’
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১ ফেব্রুয়ারি ২০২২