মতলব উত্তরে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামি আটক

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন এবং জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে আটক করে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ এর নেতৃত্বে এসআই মোহাম্মদ লোকমান হোসেন সঙ্গীয় ফোর্স’সহ মতলব উত্তর থানাধীন বারোয়ানী গ্রামের জয়নাল মোল্লা এর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ আসিফ সরদার (১৮), পিতা- মোঃ মাসুদ সরদার, মাতা- মোসা. আফরোজা বেগম, সাং- উত্তর ঠাকুরচর (সরদার বাড়ী), ০৪নং পৌর ওয়ার্ড, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করতঃ তাহার হেফাজত হইতে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ ০৮জুন ১৭.৫০ মিনিটের সময় জব্দ করেন। উক্ত আসামিদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়।

গ্রেফতারকৃত সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

নিজস্ব প্রতিবেদক

Share