কুমিল্লা ১১ টি আসনে মোট ৩১ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শনিবার মনোনয়ন যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে কুমিল্লা-৭ থেকে কুমিল্লা-১১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ১৫ জনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষিত হয়। এর আগে
শুক্রবার কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা।
এদিকে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনে, এই আসনে ১৩ টি মনোনয়নপত্রের মধ্যে ৮ টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ‘কুমিল্লায় ১১ টি ৭৬ টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৩১ টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এর আগে মোট ১০৭ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শুক্রবার ও শনিবার দুই দিন মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।’
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৩ জানুয়ারী ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur