অবশেষে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ ও ২৬ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই তারিখ ঘোষণা করেন। সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতদিন যারা সক্রিয় ছিলেন না তাদের অনেককেই এখন দেখা যায় মধুর ক্যান্টিনের সামনে ভীড় করতে।
এরই মধ্যে যারা জাতীয় সম্মেলনে সভাপতি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে এদের মধ্যে উল্লেখ্য কয়েকজন হচ্ছেন সভাপতি প্রার্থী-বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের মধ্যে শামছুল কবির রাহাত (যুগ্ম সাধারণ সম্পাদক), আব্দুল কাদের মহিউদ্দিন মাহি (সহ-সভাপতি), আনোয়ার হোসেন আনু (সাংগঠনিক সম্পাদক), সাইফুর রহমান সোহাগ (পরিবেশ সম্পাদক), ময়েজ উদ্দিন শরীফ রুয়েল (আইন সম্পাদক), শাহনেওয়াজ প্রধান শুভ (মানবসম্পদ উন্নয়ন সম্পাদক), মোঃ রাসেদুল ইসলাম রাসেল (উপ-প্রচার সম্পাদক), অহিদুর রহমান জয় (গনযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক), নূরে আলম (ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক), আজিজুল হক রানা (সাধারন সম্পাদক, ঢাকা মহানগর উত্তর), শরীফুল ইসলাম (সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়)। সাধারণ সম্পাদক প্রার্থী- কাজী এনায়েত (সমাজসেবা সম্পাদক), হাসানুল হক বান্না (স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক), রাইছুল ইসলাম জুয়েল (কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক), বিপ্লব হাসান পলাশ (উপ-আইন সম্পাদক), মিজানুর রহমান রুবেল (উপ-আইন সম্পাদক), আবিদ আল হাসান (ক্রিয়া সম্পাদক), আসাদুজ্জামান নাদিম (সহ-সম্পাদক), গোলাম বাকী চৌধুরী, উপ-ক্রীড়া সম্পাদক, গোলাম রাব্বানী (উপ-আন্তর্জাতিক সম্পাদক) প্রমুখ।
মো. শাহাদাৎ হোসেন জাবেদ : চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫