আশ্রাফপুর নৌকার বিজয়ের লক্ষে ভোটারদের সাথে মতবিনিময় সভা

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী ড. সেলিম মাহমুদকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ১২নং আশ্রাফপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডর আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিয়ে মাসনিগাছা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা করা হয়। আশ্রাফপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মো. কাউছার আলমের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশ্রাফপুর ইউনিয়ন নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মো. মোশারফ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশ্রাফপুর ইউনিয়ন নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী মো. এনামুল হক শামীম।

বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তকদির হোসেন মিহির, সদস্য সচিব জামাল হোসেন আওয়ামীলীগ নেতা মাও. আবু সাইদ, শামছুদ্দিন সৈকত, মিজানুর রহমান ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুজন দাশসহ আরো অনেকে। সভার শুরুতে ওই ওয়ার্ডের বিভিন্ন বাড়ি ও মহল্লা থেকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে মাসনিগাছা বাজারে বিশাল মিছিল শো-ডাউন করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ ডিসেম্বর ২০২৩

Share