চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। উপজেলার প্রায় প্রতিটি এলাকাই বন্যা কবলে পড়েছে। প্রধান সড়কগুলো ছাড়া প্রায় প্রতিটি সড়ক পানিতে ডুবে গিয়েছে। গ্রামীণ সড়ক গুলোর কোথাও কমর পানিতে তলিয়ে গেছে। বহু ঘরবাড়িতে পানি প্রবেশ
করায় অনেকেই আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। পৌরসভা ও ১০ টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা বন্যায় কবলিত হয়েছে। ইতিমধ্যেই পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন অনেকেই। উপজেলা মাধ্যমিক অফিসার
জানান, এ পর্যন্ত ৩৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন ১১৬৭ টি পরিবারের কয়েক হাজার সদস্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত চাউলের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে কিছু কিছু আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে বৃদ্ধ ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। দেশের বিভিন্ন স্থান থেকে খাদ্য সামগ্রী নিয়ে শাহরাস্তি আসতে দেখা যায়। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। উপজেলার চিতোষী, মনিপুর, খিতার পাড়, সালেঙ্গা, চকবস্তা, কালোচো, পানচাইল, তেতৌরশ্বর, শ্যামপুর, দিকদাইর, কোয়ার, হাড়িয়া, নুনিয়া পাথৈর, কৃষ্ণপুর, সংহাই দশনাপাড়া, শোরসাক, নবাবপুর, নোয়াপাড়া ঘুঘুরচপ, রঘুরামপুর উল্লাশ্বর, পরানপুর, ইছাপুরা, ভাটনি খোলা সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৯ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur