Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন
আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়

আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্বোধন

আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি বলেছেন,বেশী বেশী ছাত্র-ছাত্রী ভর্তি করানো এবং মানসম্মত লেখা পড়ার প্রতি দৃষ্টি রাখতে হবে।তাহলেই কলেজের ভাবমুর্তি উজ্জল হবে।কলেজ টিকিয়ে রাখতে হলে এলাকার সর্বমহলের মানুষের সার্বিক সহযোগিতা করতে হবে।স্বাধীনতা অর্জনের চাইতে যেমন তা রক্ষা করা কঠিন,তেমনি স্কুল থেকে কলেজ স্বীকৃতি লাভ করায় খুশি হলে চলবে না। কলেজ টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের সকলের।

তিনি আরো বলেন, অল্প সময়ের মধ্যে যেমন কলেজ অনুমোদন লাভ করেছে, ঠিক কলেজের ভবনটিও অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। মতলব দক্ষিণ উপজেলায় একমাত্র ‘আশ্বিনপুর হাইস্কুল অ্যান্ড কলেজে’ চলতি শিক্ষাবর্ষে প্রথমবারের মতো একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম উদ্বোধন করা হলো।

২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব বলেন।

ইউএনও ফাহমিদা হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. রহিম খান,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন,নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা ( মামুন)। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম আহমেদ মিয়াজী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার, আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি গোলাম রাব্বানী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডাঃওমর ফারুক কোকিল,উপজেলা ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ মুসা,,ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাওন প্রধান প্রমুখ।শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, ১৯৩৯ সালে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপিত হয়। গত মার্চে ২০২০-২১ শিক্ষাবর্ষে সেখানে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির জন্য কুমিল্লা বোর্ডে আবেদন করা হয়। গত ১০ আগস্ট বোর্ড কর্তৃপক্ষ একাদশ শ্রেণি চালুর স্বীকৃতি দেয়। একই সঙ্গে আশ্বিনপুর হাইস্কুল নামটির শেষে অ্যান্ড কলেজ যুক্ত করে কলেজে উন্নীত হওয়ার অনুমতিও দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ মালেক,নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ,নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন জয়নাল আবেদীন,উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি ইউসুফ পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা তাফাজ্জল পাটোয়ারী,নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক রাসেল পাটওয়ারী নিলয়,ছাত্রলীগ নেতা আবু ইউসুফসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মী, শিক্ষকবৃন্দ ও সুধীজন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটওয়ারী ও সাইদুল হক শ্যামল পাটোয়ারী। আলোচনা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২০ আগস্ট ২০২০