Home / সারাদেশ / আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ
biddutkandro
প্রতীকী ছবি

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ১৫০ ও ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সকাল থেকে ইউনিট দুটির উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে। বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, সকালে বিদ্যুৎকেন্দ্রের ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটের হাইড্রোজেন কুলারে লিকেজ দেখা দেয়।

এরপর থেকে বিদ্যুৎকেন্দ্রের ২নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

এছাড়া রক্ষণাবেক্ষণের জন্য ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটের উৎপাদনও বন্ধ রাখা হয়েছে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এএমএস সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, দ্রুত সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়া ২নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করতে প্রকৌশলীরা কাজ করছেন। তবে ৩নং ইউনিটটি উৎপাদনে ফিরতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানান তিনি।

Rakib Brammonbaria on
রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া ||   আপডেট: ০৬:৩৩ পিএম, ০৯ অক্টোবর ২০১৫, শুক্রবার

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫