ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে গাজীপুরের জয়দেবপুর উপজেলার বিলাসারা গ্রামের আহসান হাবিব (৩২), একই গ্রামের সোনিয়া পারভীন (২৭) এবং ছোটদেওরা গ্রামের সুবজ মিয়া (২৫)।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহাকারী পুলিশ সুপার (সর্দর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর টাইমসকে জানান, “রাতে আখাউড়া থেকে ওই তিন মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোল প্লাজায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশ মাদক বহনকারী প্রাইভেটকারটিকেও আটক করে।”
তিনি আরো জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।”
চাঁদপুর টাইমিস নিউজ ডেস্ক: ।। আপডেট ১২:২০ এএম, ১৭ অক্টোবর, ২০১৫ রোববার
প্রতিনিধি/ডিএইচ
রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur