বিনোদন ডেস্ক :
বলিউডের বর্ষীয়ান তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সরব। প্রতিদিনই তিনি জীবনের খুঁটিনাটি অনেক বিষয় শেয়ার করেন। এবার টুইটারে শেয়ার করলে পুরানো একটি ছবি। আর দাবি করলেন ‘সেলফি’ নতুন কিছু নয়।
‘শোলে’, ‘হাম’, ‘অমর আকবর এন্টনি’খ্যাত এ তারকা মঙ্গলবার টুইটারে নিজের একটি ছবি শেয়ার করেন। ক্যাপশন হিসেবে লিখেন, ‘কে বলে সেলফি আধুনিক যুগের বিষয়? আমি এটা ১৯৮০-এর দশকে করেছি। দেখুন।’
এটি তার লেখা ১৮৯৯ নাম্বার টুইট।
অমিতাভ বচ্চন এমনিতেই রসবোধের জন্য পরিচিত। আরেকবার তিনি তা প্রমাণ করলেন।
বিগ বি বলে কথা! এরপর টুইটটি রিটুইটের ঝড় উঠে। পেয়ে যায় অনেকের ফেভারিট মার্ক।
আপডেট: ০১:৩৮ অপরাহ্ন, ১৮ জুন ২০১৫, বৃহস্পতিবার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur