চাঁদপুর সদর

আশিকাটিতে গৃহবধুকে কুপিয়ে জখম : আটক ৩

চাঁদপুর সদরে আশিকাটি ইউনিয়নে পৈত্রিক সম্পত্তিতে ঘর নির্মাণের সময় গৃহবধু শাহিনুর বেগম (২৬) কে কুপিয়ে গুরতর জখম করেছে প্রতিপক্ষরা। ১ মে রোববার সকাল ১০টায় আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনার পর রক্তাক্ত অবস্থায় গৃহবধূ শাহিনুর বেগমকে স্থানীয়রা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আহত শাহিনুর বেগমের স্বামী বাদল মিজি চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-০৬ তাং ০২/০৫/২০১৬।

মামলা রেকর্ডের পর রাতে চাঁদপুর মডেল থানার এস.আই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে আশিকাটিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী নজরুল ইসলাম (৪৫), হাকিম মিজি (৬৫) ও রুবেল মিজিকে আটক করে ।

জানা যায়, গৃহবধু শাহিনুর বেগম তার পৈত্রিক সূত্রে পাওয়া ৬ শতক জমির ওপর চৌ-চালা টিনের ঘর নিমার্ণের কাজ শুরু করে। এ সময় পাশের বাড়ির হাফেজ মিজির ছেলে নজরুল ইসলামের নেতৃত্বে মজিদ মিজির ছেলে হাকিম মিজি, জুলফিকার মিজির ছেলে রুবেল মিজি, দেলোয়ার হোসেনের ছেলে শুভ, হাকিম মিজির মেয়ে রুমা সহ ১০/১৫ জনের দলবল দেশিয় অস্ত্র নিয়ে শাহিনুর বেগমের ওপর হামলা চালায়। এতে শাহিনুরের মাথা ও হাত জখম হয়।

About The Author

শাওন পাটোয়ারী
: আপডেট ৫:০০ পিএম, ০২ মে ২০১৬, সোমবার
ডিএইচ
Share