Home / উপজেলা সংবাদ / হাইমচর / আশা’র উদ্যোগে হাইমচরে শিক্ষক প্রশিক্ষণ
আশা’র উদ্যোগে হাইমচরে শিক্ষক প্রশিক্ষণ

আশা’র উদ্যোগে হাইমচরে শিক্ষক প্রশিক্ষণ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার এনজিও আশা উদ্যোগে শিক্ষকদের প্রশিণকালে প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে শিক্ষার মান বাড়ছে এবং ঝরেপড়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে আসছে। আশার মতো বেসরকারি সংস্থাগুলোর এভাবে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে কাজ করলে বাংলাদেশের শতভাগ নিরক্ষর মুক্ত দেশ হবে।

৩১ জানুয়ারি রোববার আলগীবাজার আশার উদ্যোগে প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির আওতায় শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

আশার ফরিদগঞ্জ অঞ্চলের আর এম হোসনেয়ারা আক্তার-এর সভাপতিত্বে ও হাইমচর উপজেলা শাখার ব্র্যাঞ্চ ম্যানাজার মোঃ আল হোসাইন-এর পরিচালনায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির ক্রীড়া সম্পাদক মোঃ মজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন আশা’র সুপার ভাইজার মোঃ মাহবুবুর রহমান, এবিএম মোঃ শফিকুর রহমানসহ বিভিন্ন কেন্দ্রে শিক্ষকবৃন্দ।

বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট

 

|| আপডেট: ০৮:২৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬, রোববার

এমআরআর