Friday, 26 June, 2015 02:36:09 AM
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে নিষিদ্ধ তারকা ব্যাটসম্যান সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নিষেধাজ্ঞার মেয়াদ ৫ বছর শেষ হচ্ছে আগামী বছরের আগস্ট মাসে। এরপর থেকেই মাঠে দেখা যেতে পারে জনপ্রিয় ব্যাটসম্যান আশরাফুলকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ অাগস্ট বা তারপর ক্রিকেটে ফিরতে পারেন আশরাফুল।
তবে এর আগেই ঘরোয়া ক্রিকেটে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ঘরোয়া ক্রিকেটে ফেরার সুযোগ পেতে পারেন আশরাফুল। তবে আশরাফুল নিয়মিতই গুলশাল ইয়ুথ ক্লাবে অনুশীলন করে যাচ্ছেন।
উল্লেখ্য, বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে বিসিবির নিয়োগপ্রাপ্ত ট্রাইব্যুনাল প্রথমে ৮ বছরের জন্য যেকোনো ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে আশরাফুলকে। পরে তা কমিয়ে ৫ বছর করা হয়েছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।