চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন আল-হেরা ওয়াহেদিয়া একাডেমি মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মানববন্ধন সোমবার (১ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নূরে আলম, সহকারী প্রধান শিক্ষক জেসমিন আক্তার (লিলি), সহকারী শিক্ষক হাফেজ আবদুল বায়েছ, শিক্ষক আবু ছাদেক, শিক্ষক মাহমুদুল হাসান, অভিভাবক সদস্য মোঃ লিয়াকত চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল চৌধুরী, মো.মোখলেছুর রহমান, বাদল রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় এ মানমবন্ধনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মাদরাসা পরিচালনা কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।