হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন পরিচালিত চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা মঙ্গলাবর (৩১ ডিসেম্বর) বেলা ১০ টায় শহরের নিউ ট্রাক রোডস্থ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করেন চাঁদপুর সহকারী জেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন পাটওয়ারী।
তিনি বলেন, বর্তমানে দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) অস্তিত্ব মুসলমানদের জন্য আল্লাহর অনেক বড় অনুগ্রহ। কেননা ইসলাম হলো বিশুদ্ধ বিশ্বাস ও আমলের নাম। যার মধ্যে দ্বিনদারি, মুআমালাত ও আখলাক-চরিত্র সবই অন্তর্ভুক্ত। পালনর্তার সন্তুষ্টি-অসন্তুষ্টির জ্ঞান হচ্ছে দ্বীনী শিক্ষা। যার মূল সূত্র ওহীয়ে এলাহী। আর এ শিক্ষাকে আমরা মাদরাসা শিক্ষা ব্যবস্থা বলে থাকি।
মুসলিম সমাজের সকল শ্রেণীর মানুষ যেন দ্বীন মোতাবেক চলতে পারে, হালাল-হারাম জেনে নববী আদর্শে জীবন পরিচালনা করতে পারে সেজন্যই কুরআন-সুন্নাহ্তে পারদর্শী একটি জামা‘আত বা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান থাকা অপরিহার্য।
আল আমিন মডেল মাদরাসা অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক নূরুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আল আমিন মডেল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুকুর মস্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট সাহেল আহমেদ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা আ জ ম ইসমাইল হোসেন আজাদ, কমিটির সদস্য মো: ফরিদ মোস্তান, ফাউন্ডেশনের সদস্য মুসাদ্দেক আল আকিব, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্যাহ।
উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাও. আসাদুজ্জামান দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা কমিটির সদস্য মজিবুর রহমান মস্তান। অভিবাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জোড়পুকুর পাড় বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আল আমিন। শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন মাওলানা নেয়ামত উল্যাহ।
শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র হাফেজ মাজহারুল ইসলাম। ইসলামী সংগীত পরিচালনা করেন হিফজ বিভাগের ছাত্র মো: ইমাম হোসেন।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের সহকারী জেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন পাটওয়ারীকে মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন মাদরাসা অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুমসহ কমিটির সদস্য বৃন্দ।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,৩১ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur