হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন পরিচালিত চাঁদপুর আল আমিন মডেল মাদ্রাসার ১০ কুরআনে হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি সন্ধায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী তাফসীরুল কুরআনের দ্বিতীয় দিনে পবিত্র কুরআনে হাফেজ সম্পন্নকারী শিক্ষার্থীদের এ পাগড়ি প্রদান করা হয়।
আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন ম. ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে কুরআনে হাফেজ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান মেহমান ইসলামপুর গাছতলার পীরসাহেব আল্লামা খাজা অলিউল্লাহ। পাগড়ী পরিহিত দশ কুরআনে হাফেজ সম্পন্নকারী শিক্ষার্থীরা হলেন- ১.মুহাম্মদ আয়ান, পিতা- মুহাম্মদ বাশার, ২.মোঃ শিহাব উদ্দিন, পিতা-মোঃ শামছুল আলম, ৩. মো তামিম খান, পিতা- মো: হারুন অর রশীদ খান, ৪.মোঃ মাজহারুল ইসলাম, পিতা-মোঃ আবুল কালাম, ৫.মেসবাউল হক শামীম, পিতা- মোজাম্মেল হক, ৬.মোঃ মুজাহিদুল ইসলাম, পিতা- মোঃ আবুল বাসার মিয়া, ৭.ফারদীন বিন মাহফুজ, পিতা- মাহফুজুর রহমান, ৮.শেখ আহসান উল্লাহ, পিতা-মোহাম্মদ বিল্লাহ হোসেন, ৯.সায়েফ আহম্মেদ আদিভ, পিতা- মোঃ আবুল হাছানাত ঢালী, ১০.আব্দুল্লাহ আল নুর সাফি, পিতা-শামিম আহমেদ।
এছাড়াও প্রত্যেক কুরআনে হাফেজ সম্পন্নকারী শিক্ষার্থীদের গর্বিত পিতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে বিশেষ মেহমান হায়দরগঞ্জ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আওলাদে রাসুল সাইয়েদ মাহবুব ইজ্জুদ্দীন জাবেরী, আল আমিন মডেল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুকুর মস্তান। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাও. আসাদুজ্জামান দেওয়ান এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলামসহ হিফজ বিভাগের ওস্তাদগণ উপস্থিত ছিলেন।
পাগড়ী পড়া শেষে অনুষ্ঠানের সভাপতি জানান, আল আমিন মডেল মাদ্রাসায় নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে মোট ১২ শ জন শিক্ষার্থী রয়েছে বর্তমানে। এর পূর্বে ১২০ জনকে পাগড়ী দেওয়া হয়েছে তার ধারাবাহিকতায় আজ ১২১ থেকে ১৩০ জন কুরআনে হাফেজ’ কে হেফজ সম্পন্ন শেষে পাগড়ি পড়িয়ে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার, ২৯ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur