আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভূতপূর্ব সাফল্যের জন্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল-আমিন সোসাইটির নির্বাহী সদস্য ও গভর্নিংবডির সদস্য মাওলানা বিলাল হোসেন মিয়াজী বলেন,”মানুষকে শিক্ষিত করার পরও যদি সে তার আচরণে উন্নতি না আনে, সেটি অত্যন্ত দুঃখজনক। আজ এত উন্নত প্রযুক্তি, বিজ্ঞান ও সভ্যতা থাকার পরও আফগানিস্তান, সিরিয়া ইত্যাদি দেশে মানুষ হত্যার দৃশ্য দেখতে হচ্ছে – এটি কি সভ্যতার পরিচয়? আমরা বিজ্ঞানকে যদি শান্তি আনার বদলে ধ্বংসের জন্য ব্যবহার করি, তবে আমরা কখনোই প্রকৃত সভ্যতার পথে নেই। তাই সকলের উচিত শিক্ষার প্রকৃত মূল্যায়ন করা এবং তা জীবনযাত্রায় প্রয়োগ করা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জয়নাল আবদীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ফারুক আলম, মাহবুবুল রহমান,গণিতের শিক্ষক মোরশেদ আলম পাটওয়ারী, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আবুল কালাম, সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাইফ, বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে হাবিবুল্লাহ আরফাত এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুল্লাহ আল ফাহাদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাহামুদুল হাসান।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২১ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur