চাঁদপুর জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে একাডেমির প্রধান ক্যাম্পাসে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের হাতে এসব বই বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের হাতে বই তুলেদেন একাডেমির অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান ক্যাম্পাসের মাধ্যমিক শাখার ইনচার্জ ফারুকুল ইসলামএ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শাখার ইনচার্জ অধ্যাপক রুহুল আমিন, চাঁদপুর জেলা ও দায় জজ আদালতের আইন কর্মকর্তা অ্যাডভোকেট আব্দুল কাদের খান, জ্যেষ্ঠ শিক্ষক নাছির উদ্দিন, আবু হানিফ, এম এন আজহার সহ অন্যান্য শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া একইদিন আল আমিন একাডেমি ছাত্রীশাখাসহ অন্যান্য ক্যাম্পাসে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির নতুন বই বিতরণ করা হয়।
স্টাফ রির্পোটার, ১ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur