Home / ইসলাম / আল্লাহ ও মূসা (আ.) এর মাঝে কথার ঘটনা কি সত্যি?
আল্লাহ ও মূসা (আ.) এর মাঝে কথার ঘটনা কি সত্যি?

আল্লাহ ও মূসা (আ.) এর মাঝে কথার ঘটনা কি সত্যি?

কেউ কেউ দীনি মজলিসে বসতে পারার ফজিলত হিসেবে মূসা [আ]-এর একটি কাহিনী বেশ রসিয়ে বলে থাকেন। অথচ কাহিনীটা আদৌ সঠিক নয়। কাহিনীটা হলো- ‘মূসা [আ] একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আপনার আলোচনা করলে মানুষ কম হয় কেন?

কেউ কেউ দীনি মজলিসে বসতে পারার ফজিলত হিসেবে মূসা [আ]-এর একটি কাহিনী বেশ রসিয়ে বলে থাকেন। অথচ কাহিনীটা আদৌ সঠিক নয়। কাহিনীটা হলো- ‘মূসা [আ] একবার আল্লাহকে জিজ্ঞেস করলেন, আপনার আলোচনা করলে মানুষ কম হয় কেন?
আল্লাহ তায়ালা বললেন, এক তোড়া ফুল আনো। মূসা [আ] বেছে বেছে সুন্দর সুন্দর ফুল দিয়ে একটি তোড়া বানিয়ে আনলেন। আল্লাহ বললেন, এত ফুল থাকতে বেছে বেছে আনলে কেন? মূসা [আ] বললেন, বেছে বেছে সুন্দর দেখে পছন্দ করে এনেছি। তখন আল্লাহ বললেন, আমিও আমার মজলিসে আমার বান্দাদের থেকে বেছে বেছে পছন্দনীয় বান্দাদের আনি।’
যে উদ্দেশ্যেই বলা হোক এটি একটি ভিত্তিহীন কাহিনী। কোনো নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে তা প্রমাণিতও নয়। সুতরাং এটি বর্ণনা না করা উচিত। দীনি মাহফিলে বসার ফজিলত সম্পর্কে অসংখ্য সহীহ হাদীস রয়েছে, সেগুলোই বর্ণনা করা উচিত।
সংকলন ও গ্রন্থনা : মাওলানা মনযূরুল হক
সৌজন্যে : মাসিক আল কাউসার

নিউজ ডেস্ক  ।। আপডেট : ০৪:০০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫, শনিবার

ডিএইচ