বেলজিয়ামে শহরে দুই নারী পুলিশ কর্মকর্তার ওপর চাপাতি হাতে হামলা করেছে এক ব্যক্তি। পুলিশ সদস্যদের কুপিয়ে আহত করার পর ঘটনাস্থলে উপস্থিত অপর এক পুলিশের গুলিতে নিহত হন হামলাকারী।
বিবিসির খবরে বলা হয়, শনিবার বেলজিয়ামের শারলেরোই শহরের পুলিশ স্টেশনের বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলতে বলতে হামলা চালায়। আহত পুলিশ সদস্যদের অবস্থা আশঙ্কাজনক নয়।
এই ঘটনায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একে সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছেন। যদিও এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে প্যারিস শহরে যে ভয়াবহ জঙ্গি হামলা চালানো হয়েছিল তাতে জড়িত বেশ কয়েকজন জঙ্গি শারলেরোইকে ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল।(বাংলা মেইল)
নিউজ ডেস্ক ।।আপডটে, বাংলাদশে সময় ৬:১৭ পিএম,৭ আগস্ট ২০১৬,রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur