আল্লাহর প্রতি নিজেকে আনুগত্যশীল করতে দোয়া

শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। বনি আদমকে গোমরাহ করার জন্য আল্লাহর কাছ থেকে স্পেশাল পাওয়ার নিয়ে এসেছে শয়তান। পৃথিবীতে মানুষকে গোমরাহ তথা অন্যায় পথে পরিচালিত করাই শয়তানের মিশন। তাই শয়তানের যাবতীয় মুনকার কাজ থেকে হিফাজত থাকতে এবং অন্তরকে সব সময় আল্লাহর আনুগত্যে নিয়োজিত রাখতে তাঁর কাছেই সাহায্য চাইতে হবে। যা শিখিয়ে দিয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-

আমলগুলো-
ক. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি পড়তেন-
اَللّهُمَّ مُصِرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَي طَاعَتِكَ –
উচ্চারণ : আল্লাহুম্মা মুচাররিফাল ক্বুলুবি চাররিফ ক্বুলুবানা আলা ত্বাআতিকা। মুসলিম, মিশকাত)
অর্থ : ‘হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ! আমাদের অন্তরকে তোমার আনুগত্যের
প্রতি পরিবর্তন কর।’

খ. অন্য বর্ণনায় রয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি খুব বেশি বেশি বলতেন-
يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِي عَلَي دِيْنِكَ –
উচ্চারণ : ইয়া মুক্বাল্লিবাল কুলুবি ছাব্বিত ক্বালবি আলা দিনিকা।(তিরমিযী, মিশকাত)
অর্থ : ‘হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখ।
বিশেষ করে প্রত্যেক নামাজের পর এবং যখনই কোনো অন্যায় কাজের সম্ভাবনা দেখা দেয় তখনই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।

পরিশেষে আল্লাহর বিধি-বিধান নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখানো আমলগুলো পালনের মাধ্যমে নিজের অন্তরকে আল্লাহর আনুগত্যে রাখা প্রত্যেক মুসলমানের জন্যই প্রয়োজন।
আল্লাহ মুসলিম উম্মাহর অন্তরকে যাবতীয় গোনাহ থেকে হিফাজত করুন। আমিন।
নিউজ ডেস্ক।। আপডেট : ০৯:০০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫, সোমবার

ডিএইচ

Share