প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাদ মাগরিব শহরের নিউ ট্রাক রোড দারুস সালাম ইসলামিক সেন্টারে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা অ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়া। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছিলেন বাংলাদেশের জন্য অফুরন্ত এক সম্পদ। কোরআনের পাখি, ইসলামের এক নিবেদিতপ্রাণ দায়ী। ফ্যাসিস্ট ও স্বৈরশাসক সরকারের আমলে তাকে মিথ্যা মামলায় কারাবন্দী রাখা হয়েছিল। অথচ তিনি সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণের কথাই বলেছেন।
এতে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহাজান খান। শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সবুজ খান, মোঃ গোলাম মাওলা, মোঃ ওমর ফারুক প্রমুখ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা সোহেল আহমদ চিশতী।
তিনি আরও বলেন, আল্লামা সাঈদী কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনার প্রয়োজনীয়তা সর্বদা তুলে ধরেছেন। ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর কর্মতৎপরতা দেশের মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও আল্লামা সাঈদীর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তাঁর তাফসির, দাওয়াতি কার্যক্রম ও নির্ভীক বক্তব্য লক্ষ কোটি মানুষের হৃদয়ে ইসলামী চেতনার আলো ছড়িয়ে দিয়েছে। তাঁরা আরও বলেন, জাতির ইতিহাসে আল্লামা সাঈদীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্টাফ রিপোর্টার/১৫ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur