কচুয়া উপজেলার বাঁচাইয়া গ্রামের অসহায় শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে কচুয়া সামাজিক যুব সংগঠন আলোর মশালের উদ্যোগে ও প্রবাসী ফোরাম পরিষদের সহযোগীতায় ওই শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার দেয়া হয়।
এসময় কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, উপজেলা শিক্ষা অফিসার মো: জামাল হোসেন, কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফুল ইসলাম মিঠু, কচুয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান, কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, আলোর মশাল সংগঠনের উপদেস্টা ওমর খৈয়াম বাগদাদী রুমি, সভাপতি ওমর ফারুক সায়েম, সহ-সভাপতি মেহেদী হাসান ও আহসান হাবিব সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার বাঁচাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী একই গ্রামের শ্রীরুপ সরকারের মেয়ে শারীরিক প্রতিবন্ধী রিদি রানী সরকার হুইল চেয়ারের অভাবে চলাচল করতে পারছিল না। এ সংবাদ পেয়ে কচুয়া আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সহযোগীতায় প্রবাসী ফোরাম পরিষদের নেতৃবৃন্দ ওই শিক্ষার্থীর চলাচলে নতুন হুইল চেয়ার ক্রয় করে দেয়।
একই দিন পাক্ষিক কচুয়া কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক শরীফুল ইসলাম মিঠু ওই শিক্ষার্থীর লেখাপড়া ও বই-খাতা ক্রয়ের জন্য সহযোগীতায় আর্থিক অনুদান দেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ ডিসেম্বর ২০২২