বিশেষ সংবাদ

মুন্নি সাহাকে যে কারণে ক্ষমা চাইতে হলো

এক্সক্লুসিভ ডেস্ক :

সাংবাদিক মুন্নি সাহার মন্তব্যে বেজায় চটেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বীরপ্রতীক।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এটিএন নিউজের একটি টকশোতে সঞ্চালক মুন্নি সাহা কল্যাণ পার্টিকে ‘ওয়ান ম্যান ওয়ান পার্টি’ বলায় ভীষণ ক্ষেপে যান তিনি। ক্ষেপে গিয়ে তিনিও দু’ কথা শুনিয়ে দেন মুন্নি সাহাকে। তাৎক্ষণিকভাবে টকশোতেই মুন্নিকে ক্ষমা চাইতে বাধ্য করেন।

বেসরকারি নিউজ চ্যানেল এটিএন নিউজে শুক্রবার রাতে ‘নিউজ আওয়ার এক্সট্রা’ টকশোতে চ্যানেলটির হেড অব নিউজ ও অনুষ্ঠানের সঞ্চালক মুন্নি সাহা আলোচনার এক পর্যায়ে ইব্রাহীম বীরপ্রতীকের সামনে তার দল কল্যাণ পার্টিকে ‘ওয়ান ম্যান ওয়ান পার্টি’ বলে মন্তব্য করেন। এতে মুহূর্তেই ক্ষেপে যান ইব্রাহীম।

তীব্র প্রতিবাদ করে তিনি বলেন, ‘ইটস নট ওয়ান ম্যান ওয়ান পার্টি। আপনি কল্যাণ পার্টিকে অপমান করছেন। আপনি অনুষ্ঠানের একজন সঞ্চালক। আপনি ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না। আপনি আপনার লিমিট ক্রস করেছেন। আপনি এখানে অনুষ্ঠান সঞ্চালনা করতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রীর পদধুলি নিয়ে অনুষ্ঠান চালাচ্ছেন। আপনি জাতির কাছে ক্ষমা চান।’

ঘটনার আকস্মিকতা বুঝতে পেরে মুন্নি সাহা নিজেকে শুধরে নেন দ্রুত। বাধ্য হয়ে প্রথমে ইব্রাহীম এরপর জাতির কাছে ক্ষমা চান তিনি। এ সময় টকশোতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ও নৌমন্ত্রী শাজাহান খান।

Share