সারাদেশ

‘আলোকিত জীবনের উপকরণ বই’

অমর একুশে বইমেলা -২০২১ মোড়ক উন্মোচন মঞ্চে টাঙ্গন প্রকাশনী কতৃক ইসমাইল হোসেন ইসমী’র রক্তাক্ত ভালোবা উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ রবিবার বিকেলে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব, আর্ন্তজাতিক জ্বালানী বিশেষজ্ঞ, ইউনেস্কো এর জ্বালানী বিষয়ক কমিটির সাবেক চেয়ারম্যান ও পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব জনাব কাসেম মাসুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক প্রিন্সিপাল মনঞ্জুর সহিদ।

প্রধান অতিথির বক্তৃতায় প্রকৌঃ মোঃ হোসাইন বলেন, আলোকিত জীবনের উপকরণ হচ্ছে বই,অজানাকে জানা ও অচেনাকে চেনার যে চিরন্তন আগ্রহ, তা বই পড়ে মেটানো যায়। একটি ভালো বই-ই হচ্ছে মনের খোরাক যোগানোর অন্যতম উপায়। বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়। একটি ভালো বই ঘুমন্ত বিবেক জাগিয়ে তোলে। জীবনকে সুন্দরভাবে বিকশিত করতে হলে, সুবাসিত করতে হলে জ্ঞানার্জন করতে হবে। আর জ্ঞানার্জন করতে হলে বই পড়ার কোনো বিকল্প নাই।

পৃথিবীর যাবতীয় জ্ঞানের কথা যেন বইয়ের মাঝে লুকিয়ে আছে। তাই জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে হলে বই পড়তেই হবে। নিজেকে জানতে হলে, পৃথিবীকে জানতে হলে বই পড়তে হবে।

লেখক ইসমাইল হোসেন ইসমীর সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তি বর্গ।

প্রতিবেদক:আশিক বিন রহিম,২৮ মার্চ ২০২১

Share