চাঁদপুর

চাঁদপুরে ‘আলোকিত কিশোর-কিশোরী’ কর্মসূচি গ্রহণ

শিশুর মানসিক বিকাশে কাজ করার জন্যে বৃহস্পতিবার (২৫ মে ) সন্ধ্যায় ফেইসবুক স্ট্যাটাসে আহ্বান জানিয়েছেন চাঁদপুরের এডিসি মোহাম্মদ আবদুল হাই।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ‘আলোকিত কিশোর-কিশোরী’ কর্মসূচি গ্রহণ করেছেন।

শিশুর মানসিক বিকাশ, বয়োঃসন্ধি, বাল্য বিয়ে রোধ, ইভ টিজিং বন্ধ, মাদক থেকে দুরে রাখা এবং সু-নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধদের ভূমিকা রয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তত্ত্বাবধানে হাজিগঞ্জে ১ শ’৫৭ গ্রামে আলোকিত কিশোর কিশোরীদের সচেতনতামূলক ইনোভেশন কর্মসূচি গৃহিত হয়।

এ কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিটি গ্রামে শিশুর মানসিক বিকাশ, বয়োঃসন্ধি, বাল্য বিয়ে রোধ, ইভটিজিং বন্ধ , মাদকের হত থেকে দুরে রাখা এবং সু-নাগরিক হওয়ার মুক্তির বার্তা ছড়িয়ে দেয়া হবে।

প্রতিবেদক-আবদুল গনি
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ১৫ পিএম, ২৫ মে ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Share