‘আলেমরা সমাজের মধ্যে নৈরাজ্য করে না’
চাঁদপুরে “মাদ্রাসা শিক্ষা: সমস্যা ও প্রতিকার প্রেক্ষিত বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের চেয়ারম্যান ঘাটস্থ ইউরো এশিয়া কনভেশন হল মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে চাঁদপুর জেলা আলিয়া মাদ্রাসা শিক্ষা সেমিনার বাস্তবায়ন কমিটি।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. মোঃ শামছুল আলম। তিনি বক্তব্যে বলেন, ইসলামী শিক্ষা হচ্ছে অক্সিজেন। বাংলাদেশের করুন পরিনতির জন্য একজন রাজনৈতিক ব্যক্তি দায়ী। যারা ইসলামী চিন্তাধারা পছন্দ করেন না তাদেরকে আমরা নেতা বানিয়েছি। আলেমরা সমাজের মধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য করে না। আমরা বাংলাদেশকে আর আগের অবস্থানে ছেড়ে যাব না। আরবি শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। বর্তমানে আরবী না জানা কেউ আর শিক্ষক হতে পারবেন না। তরুণদের রুক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি।
তিনি বলেন, শিক্ষার মধ্যে বৈষম্য আছে, তা সকলের জানা। তবে বর্তমান সরকার তা দূর করার চেষ্টা করছে। সেশনজট, সার্টিফিকেটসহ বিভিন্ন সমস্যা সমাধান করা হচ্ছে। এটা আঞ্চলিক নয়, মনে হচ্ছে জাতীয় সেমিনার। সততা, ন্যায়পরায়নতা, দেশ প্রেম সব কিছু পশ্চিমাদের মধ্যে রয়েছে। আমাদেরকে পরিবর্তন হতে হবে।
তিনি আরও বলেন, আমি ১৬০০ মাদ্রাসার দায়িত্বে রয়েছি। অনেক মাদ্রাসায় এখন ৫ আগষ্টের আগের ভাব রয়ে গেছে। আবার অনেক প্রতিষ্ঠানের প্রধানরা সপ্তাহে দুই দিন প্রতিষ্ঠানে আসেন, এরকম আরোও অভিযোগ আছে। বর্তমানে অধিকাংশ মানুষ বাচ্চাদের মাদ্রাসায় দিচ্ছেন। আমাদের শিক্ষকদের খেয়াল রাখতে হবে, শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিতে হবে। আমরা ইসলামী শিক্ষাকে গুরুত্ব এখনও দিতে পারি নি। এর কারনে দ্বীন শিক্ষার অভাব রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রূহুল্লাহ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজীগঞ্জ সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু বকর।
আলিয়া মাদ্রাসা শিক্ষা সেমিনার বাস্তবায়ন কমিটি চাঁদপুর জেলা শাখার সদস্যসচিব এটিএম মোস্তফা হামিদীর পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জের একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী জিন্নাহ, মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম, বোলহরদিয়া ইবতাদিয়া মাদ্রাসার প্রধান সাইফুল ইসলাম, আল ফাতেহা আয়শা ইসলাম মহিলা মাদ্রাসা আবু সালেহ, মনিহার দাখাল মাদ্রাসা সুপার নাজির আহমেদ, ধানুয়া সালেহিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজী শিক্ষক শরিফুল ইসলাম, সালেহাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছবির হোসেন, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আনিসুর রহমান, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ আনোয়ার হোসেন মোল্লা, হাজীগঞ্জ আইডিয়েল কলেজ অব এডুকেশন পরিচালক সালাউদ্দিন আহমেদ।
বক্তারা বলেন, যুগোপযোগী মাদ্রাসা শিক্ষা নিশ্চিত করতে পাঠ্যক্রম সংস্কার, শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকাশ সময়ের দাবি। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং কর্মমুখী দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
সেমিনারে চাঁদপুর জেলার সাড়ে ৬ শতাধিক মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষানুরাগীরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কয়েকটি বাস্তবধর্মী সুপারিশ গ্রহণ করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেমিনার সমাপ্ত করা হয়। সভার শুরুতে কোরান তেরওয়াত করেন আব্দুর রহমান হামিদী।