আ’লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন

বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন । প্র্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুন সূর্যোদয়ের পর দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

এছাড়া ওইদিন সকাল ৯ টায় বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

ওই দিন সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধিদল শ্রদ্ধা জানাবেন। রোববার ১৮ জুন দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে আওয়ামী লীগ,সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব জেলা-উপজেলাসহ সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত,১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠার পর ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে আওয়ামী লীগের প্রসার ঘটে। এবার বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৪:১৫ পিএম, ১৯ জুন ২০১৭, সোমবার
এজি

Share