চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারীকে সোমবার (৬ মার্চ) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
এদিন রেড ক্রিসেন্ট সোসাইটি মিলনায়তনে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের সহ-সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মাসুদ ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নরী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর পেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রসঙ্গত, আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৪: ৩০ পিএম, ০৬ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur