চাঁদপুরের কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামে ড. জালাল আলমগীর স্মৃতি পাঠাগারের উদ্যোগে ড. জালাল আলমগীর শুভর ৫ম মৃত্যু বার্ষিকী শনিবার (৩ নভেম্বর) চাঁপাতলী লতীফিয়া মাদ্রাসায় বাদ যোহর দোয়া মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির জৈষ্ঠ্য পুত্র, বোষ্টন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রয়াত।
ড. জালাল আলমগীর পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মনিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন, সমাজ সেবক ইয়াকুব আলী মাষ্টার, মমিনুল হক দুলাল, সাংবাদিক আলমগীর তালুকদার প্রমুখ।
এসময় যুবলীগ নেতা আলমগীর পাটোয়ারী, ছাত্রলীগ নেতা সোহাগ উদ্দিন, আতাউল করিম রতনসহ শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, অধ্যক্ষ মাও. মোহাম্মদ আলী।
প্রসঙ্গত, দেশের সূর্য সন্তান কচুয়ার গৌরব ড. জালাল আলমগীর শুভ ২০১১ সালের ৩ ডিসেম্বর বিকেলে থাইল্যান্ডের সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে অকাল মৃত্যু বরণ করেন।
জিসান আহমেদ নান্নু কচুয়া ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :২১ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬, শনিবার
এইউ