আলগী দুর্গাপুর দক্ষিণে বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ উদ্বোধন

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান।

তিনি তার বক্তব্যে বলেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ অপরাধ করে বিএনপির উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। ঘরে বসে থাকার সময় এখনও আসে নাই। দলের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, হাইমচর উপজেলার মধ্যে আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে সবচেয়ে ভোটা ও জনসংখ্যা। তাই এ ইউনিয়নের গুরুত্ব অনেক বেশি। শেখ ফরিদ আহমেদ মানিক দীর্ঘদিন ধরে চাঁদপুরের বিএনপিকে ঐক্যবদ্ধ করে আগলে রেখেছেন। তিনি একজন ত্যাগি ও নির্যাতিত নেতা। সময় এসেছে এখন তার জন্য কাজ করার। সকলে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের সালাম পৌঁছে দিবেন। আমরা সকলে সজাগ থাকলে কোন অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।

প্রধান বক্তার বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপি সভাপতি মো. আমিন উল্যাহ বেপারী।

ইউনিয়ন বিএনপির সভাপতি আমান হোসেন বাচ্চু এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাশার মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মাস্টার, হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল প্রমুখ।

সভায় হাইমচর উপজেলা, ইউনিয়ন বিএনপির, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন পাটওয়ারী।

স্টাফ রিপোর্টার, ১৯ জুলাই ২০২৫