চাঁদপুরের শাহরাস্তিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা বুধবার ১২ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্যাহ চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সূচীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূইঁয়া, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল আউয়াল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়।
প্রতিবেদক : জামাল হোসেন, ১২ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur