চাঁদপুর

‘২৫ মার্চ আর্ন্তজাতিক গণহত্যা দিবস স্বীকৃতি পেতে কাজ শুরু হয়েছে’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পাদকীয় মন্ডলির সভাপতি ডা. দীপু মনি এমপি বিলেছেন, ২৫মার্চ গণহত্যা দিবস হিসেবে আর্ন্তজাতিক স্বীকৃতি পেতে কাজ শুরু হয়েছে। বাংলাদেশে যে গণহত্যা হয়েছিলো সেটি অনেকেই জানেন। কিন্তু বিশ^ব্যাপি এটিকে আরো অনেক বেশি জানানোর প্রয়োজন রয়েছে। সে ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এই ব্যাপারে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক জোরালো ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় চাঁদপুর শহরের মুখার্জি ঘাট এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এরইমধ্যে সকল দেশে বাংলাদেশ মিশনের মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এবং আর্ন্তজাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি তুলে ধরা হবে। আশা করি বিশে^র সকল জায়গায় ২৫মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হবে।

দীপু মনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। পাকিস্তান এখনও মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। মিথ্যাচার করে কিছু দিন আগেও একটি বই ছাপানো হয়েছে। এসব অপচেষ্টাকে দূর করে বাংলাদেশের গণহত্যা সর্ম্পকে বিশ^ দরবারে নতুন ভাবে তুলে ধরা হবে।

এদিকে একই দিন দুপুরে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নে ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশনেয়।
বিদ্যালয়ের দাতা সদস্য মো. আজিজ ফারুক বাবুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিকক্ষক আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজরাজেশ^র ইউনিয়ন চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী।

স্বাগত বক্তব্য রাখেন, ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সফিউল্যাহ সরকার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম মন্টু পাটওয়ারী, আলহাজ¦ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ ওলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, যুগ্ম-সম্পাদক আ. আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ^র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন প্রধানিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বর্তমান সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির গাজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সবশেষে জেলেদের মাঝে চাউল ও ইউনিয়নের ৩টি বিদ্যারয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন করে। ইউনিয়ন আওয়ামী লীগের বধিত সভায় অংশ নেয় তিনি।

প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ৪৫ পিএম, ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Share