চাঁদপুর

চাঁদপুর আইটি কম্পিউটার সিটিতে লার্নিং এন্ড আর্নিং সেমিনার

‘তথ্য প্রযুক্তির সঠিক প্রশিক্ষণই খুলে দিতে পারে আপনার সাফল্যের দুয়ার’ এ শ্লোগানে চাঁদপুর আইটি কম্পিউটার সিটির উদ্যোগে লার্নি এন্ড আনিং বিষয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সেমিনার উদ্ধোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলাম নিরব।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইসিটি মন্ত্রণালয়ের এলইডিপি গ্রাফিক ডিজাইনের ট্রেইনার ও সফল ফ্রিল্যান্সার জাহাদুল ইসলাম, এলইডিপি ট্রেইনার দেলোয়ার হোসাইন, এলইডিপি চাঁদপুরের প্রথম ব্যাচের স্টুডেন্ট ও নবাগত ফ্রিল্যান্সার আতিকুর রহমান শুভ, সানজিদা রুপাই প্রমুখ।

বক্তারা বলেন, চাঁদপুরে বর্তমানে ১ লাখ ৬৫ হাজার লোক বিদেশে শ্রম বিক্রি করে র‌্যামিটেন্স পাঠাচ্ছে ও দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। বাকিরা লার্নিং এন্ড আর্নিংয়ে এগিয়ে আসলে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জনপূর্বক সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবে। এক্ষেত্রে আগে সংশিষ্ট বিষয়ে লার্নি তারপর আর্নিং তথা ফ্রিল্যান্সিং। লার্নিংয়ের আগে কেউ ফ্রিল্যান্সিং করতে গেলে অনলাইন দুনিয়ায় আন্তর্জাতিক মার্কে অদক্ষতার পরিচয় দিতে হবে। এতে কেউ সফল হতে পারবে না এবং বাংলাদেশের ফ্রিল্যান্সিং পেশা ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভবনা থাকবে। পাশ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা এগিয়ে রয়েছে। এটিকে ধরে রাখতে পারলে ঘরে বসেই আমাদের দেশের তরুণরা বৈদেশিক র‌্যামিটেন্স অর্জন করতে পারবে।

সেমিনারে লার্নি এন্ড আর্নিয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করেন আইসিটি মন্ত্রণালয়ের লার্নি এন্ড আর্নি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলইডিপি) গ্রাফিক ডিজাইনের ট্রেইনার ও সফল ফ্রিল্যান্সার জাহাদুল ইসলাম, এলইডিপি ট্রেইনার দেলোয়ার হোসাইন, আরিফুল ইসলাম।

সেমিনার উপলক্ষে আইটি কম্পিউটার সিটির পক্ষ থেকে কোর্স ফিতে বিশেষ মূল্য ছাড় দেয়ার ঘোষণা দেয়া হয়।

প্রসঙ্গত, চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং কমপ্লেক্সে জেলার সর্ববৃহৎ কম্পিউটার ট্রেনিং সেন্টার আইটি কম্পিউটার সিটি গত ১১ বছর ধরে কম্পিউটার বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দিয়ে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি অর্ধসহ¯্রাধিক শিক্ষার্থীকে কম্পিউটারে প্রশিক্ষণ দিয়ে যুগোপযোগী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফ্রিল্যান্সার তৈরির উদ্দেশ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটি লার্নি এন্ড আর্নিংয়ের ওপর বিশেষ কোর্স চালু করেছে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০৬: ১০ এএম, ০৩ মার্চ ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share