Home / চাঁদপুর / আর্থিক সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে শিশু তায়েবা
আর্থিক

আর্থিক সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে শিশু তায়েবা

মাত্র দেড় বছর বয়সের এক ফুটফুটে শিশু তায়েবা আক্তার। জন্মের পর থেকেই সে এক ভয়াবহ ও জটিল রোগে ভুগছে। জন্মের সঙ্গে সঙ্গেই ধরা পড়ে, তার প্রস্রাব ও পায়খানার রাস্তা একই। এর ফলে প্রতিদিনই নানা শারীরিক জটিলতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। এই সমস্যার জন্য তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গরীব অসহায় পরিবারের লোকজন চাঁদপুর এবং ঢাকাতে অনেক ডাক্তার দেখিয়েছেন। তাতেও কোন কাজ হয়নি।

কারন চিকিৎসকরা বলছেন, অপারেশন করলে শিশুটি একেবারেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু সেই অপারেশনের খরচ প্রায় এক লাখ টাকারও বেশি খরচ পড়বে। যা দরিদ্র পরিবারের জন্য একেবারেই অসম্ভব।

শিশুটি চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকায় সফিউল্লা গাজীর বাসায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তার বাবা জালাল মিয়া একজন রিক্সাচালক। একসময় গাছগাছালির কাজ করতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গাছের কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে তার দুই হাত ভেঙে যায়। সেই ভাঙা হাত নিয়েই আজও তিনি রিক্সা চালিয়ে পরিবারের ন্যূনতম চাহিদা মেটানোর চেষ্টা করছেন। সংসারের সব কষ্ট মাথায় নিয়ে মেয়ের চিকিৎসার খরচ যোগাড় করা তার পক্ষে একেবারেই সম্ভব নয়।

শিশু তায়েবার মায়ের চোখে এখন শুধুই অসহায় কান্না। প্রতিদিন মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। প্রয়োজন ছাড়াই আপষেই তার প্রসাব ঝরতে থাকে। দেড় বছরের একটি নিষ্পাপ শিশু যখন অবুঝভাবে ব্যথা সয়ে যায়।

শিশু তায়েবাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে অপারেশন করার প্রয়োজন। কিন্তু সেই সাধ্য এখন তাদের কাছে ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। তাই অসহায় পরিবারটি শিশু তায়েবার সেই অপারেশনের খরচ বহনে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সহৃদয়, বিত্তবান ও মানবিক মানুষদের সহায়তা একান্তভাবে কামনা করেছে পরিবারটি।

শিশু তায়েবা কে সহায়তা পাঠানোর বিকাশ নম্বর: ০১৯৬৬২৩৯৩১৮ অথবা সরসরি চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়ক এলাকায় যোগাযোগ করতে পারেন। আপনাদের একটু ছোট্ট সহায়তা, একটু দোয়া কিংবা একটি মানবিক হাত বাড়ানো, তায়েবা আক্তারের হাসিমাখা শৈশব ফিরে পাওয়ার আশীর্বাদ হয়ে উঠতে পারে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৪ সেপ্টেম্বর ২০২৫