হাজীগঞ্জ

হাজীগঞ্জে গরিবদের মাঝে রিকশা-ভ্যান বিতরণ

চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নে রিকশা-ভ্যান, সেলাইমিশিন, ফুটবল, হারমোনিয়ামসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করলেন ইউএনও বৈশাখী বড়ুয়া। সোমবার (২২ অক্টোবর) উপজেলার রামপুর বাজারে এলজিএসপি-৩ এর বরাদ্দ থেকে এসব বিতরণ করা হয়।

৪নং কালোচোঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন এর হাতে পরিষদ কার্যালয়ে উক্ত মালামাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের মেম্বার পলাশ ঘোষ, ৪নং ওয়ার্ডের মেম্বার আবদুল খালেক, ৬নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার আক্কাছ মিয়া, ১নং ওয়ার্ডের মেম্বার টিটু প্রমুখ।

এতে দরিদ্রদের মাঝে ১টি রিকশা আটটি ভ্যান ও এলাকার যুবক ও সঙ্গীতপ্রিয় মানুষের মাঝে ফুটবল ও হারমোনিয়াম বিতরণ করা হয়।

এ ব্যাপারে কালোচোঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, সরকারের ২০১৭-১৮ অর্থ বছরের এলজিএসপি-৩ এর বরাদ্দ থেকে ১টি রিকশা, ৮টি ভ্যান, ৪৫টি শাড়ি, ৪৫টি লুঙ্গি, ফুটবল ২৪, ভলিবল ২৪, ২টি থ্রি পিচ ও ১২টি হারমোনিয়াম বিতরণ করা হয়।

এছাড়াও এলাকার রাস্তাঘাট, বাজারের ড্রেন, স্কুলের বাউন্ডারি ওয়াল, সিসি ঢালাই রাস্তা ৬টি বাস্তবায়ন করা হয়েছে। সর্বমোট ২৮ লাখ ৫ হাজার টাকা কাজ বাস্তবায়ন করা হয়েছে।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়

Share