বাংলাদেশের অন্যতম স্পিনার আরাফাত সানিকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাময়িক নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। টি২০ বিশ্বকাপের ষষ্ঠ আসরে প্রথম পর্বে (বাছাই পর্ব) নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের এ বোলারের বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ তোলেন আম্পায়ররা। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সাকলাইন সজীব।
খবর সময়টিভির।
টি২০ বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচের পরই বাংলাদেশের দুই নির্ভরযোগ্য বোলারের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ করেন ওই ম্যাচের আম্পায়াররা। বোলার দু’জন হলেন- তাসকিন আহমেদ এবং আরাফাত সানি। ম্যাচ রেফারি ম্যাচ শেষে লিখিত অভিযোগ দেন বাংলাদেশ দলের ম্যানেজারকে। পরে তাদের আইসিসি নিয়ন্ত্রিত গবেষণাগার থেকে পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ শিবিরে এ খবর নিয়ে অনেক উত্তেজনা বিরাজ করলেও পরে তারা ওই দুই বোলারকে পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেন। প্রথমে আরাফাত সানি ১২ মার্চ চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। পরে প্রথম পর্বের তিন ম্যাচ খেলার পর ১৫ মার্চ তাসকিনও চেন্নাইয়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসেন।
তবে পরীক্ষায় শেষ অবধি সানির বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে গেলে তা অবৈধ বলে গণ্য হবে। সানির বোলিং অ্যাকশনে এ ত্রুটি ধরা পড়েছে। ফলে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি।
তবে বোলিং অ্যাকশন শুধরে নিয়ে আবারও পরীক্ষা দিয়ে অ্যাকশন বৈধ হলেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ফিরতে পারবেন সানি। তার আগ পর্যন্ত অবশ্য দলের বাইরেই থাকতে হবে এ স্পিনারকে।
এদিকে তাসকিন আহমেদের পরীক্ষার ফলাফলের জন্য এখনও অপেক্ষা করছে দল।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক ||আপডেট: ০৫:০১ অপরাহ্ন, ১৯ মার্চ ২০১৬, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur