তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তার স্ত্রী দাবি করা এক নারীর করা মামলায় সানিকে রোববার (২২ জানুয়ারি) সকালে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই শুনানি শেষে একদিনের রিমান্ড আদালত মঞ্জুর করেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আদালতে করা ওই আবেদনে বলেন, এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
এর আগে, পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের জানান, যার দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার সানিকে ধরা হয়েছে, সেই নারীকে তিনি বিয়ে করেছিলেন বলে অভিযোগ। বিয়ে করলেও মেয়েটিকে ঘরে তুলতে রাজি ছিলেন না সানি।
জানা যায়, গত ৫ জানুয়ারি মামলাটি করেন ওই নারী।
নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৭ : ১৩ পিএম, ২২ জানুয়ারি ২০১৭ রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur