আরাকান আর্মি (এএ) বুধবার জানিয়েছে, কুখ্যাত জান্তা জেনারেল থুরেইন তুনসহ হাজারো মিয়ানমার সেনাকে আটক করেছে তারা। রবিবার রাখাইন রাজ্যে অভিযানের সময় বাংলাদেশ সীমান্ত মংডু শহর থেকে তাদের আটক করা হয়।
বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে,মংডু শহরে থাকা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ব্যাটেলিয়ন ৫ ঘাঁটিতেও তারা হামলা চালিয়েছে। এ বিদ্রোহী গোষ্ঠীটি জান্তার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাঁটি মংডু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নং ৫ বেশ কয়েক মাস লড়াইয়ের পর রবিবার সকালে দখল করে নেয়।
ব্যাপক সুরক্ষিত এ ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ),আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-এর রোহিঙ্গা মিলিশিয়াসহ ৭ শতাধিক পুলিশ অফিসার এবং সৈন্যদের মাধ্যমে পরিচালিত হতো।
আরাকান আর্মি বলেছে,তারা জান্তা বাহিনীর বিমান হামলার মধ্যে ৫৫ দিনের লড়াইয়ের পরে রোববার এ ঘাঁটি দখল করতে সক্ষম হয়। তারা আরও বলেছে,বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরে লড়াইয়ের সময় ৪৫০ জনেরও বেশি সরকারি সেনা নিহত হয়েছে এবং আরাকান আর্মির সেনার প্রচুর অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে।
আরাকান আর্মির হাতে ঘাঁটিটির পতনের পর সরকারি সেনাসহ অন্যরা পালিয়ে যায়। তবে ঘাঁটি থেকে পালিয়ে যাওয়ার পর প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহীসহ সরকারি সেনাদের সাথে জান্তার মিলিটারি অপারেশন কমান্ড (এমওসি) ১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করে আরাকান আর্মি।
চাঁদপুর টাইমস রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur