অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদকে জানিয়েছেন যে সরকার আরও ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা টিকা আনতে যাচ্ছে।
রোববার ৪ এপ্রিল এ তথ্য জানিয়েছেন।
জাতীয় সংসদে ছয় মাসের বাজেট বাস্তবায়নের ওপর প্রতিবেদনে তিনি বলেন,‘এ টিকা বৈশ্বিক উদ্যোগ গ্যাভি কোভেক্সের মাধ্যমে আনা হবে।’
তিনি আরও বলেন,‘ইতোমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার থেকে তিন কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে যার আওতায় ৪৮ লাখ ৪০ হাজার টিকা দেওয়া হয়েছে।’
অবশিষ্ট টিকা আনার কাজ চলছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।
‘বিশ্বের শীর্ষ ২০ টি টিকা প্রদানকারী দেশের অন্যতম হিসেবে আমরা স্থান করে নিয়েছি’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন,‘সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৮ বছরের ওপরে সবাইকে বিনামূল্যে টিকা দেয়া হবে।’
ঢাকা ব্যুরো চীফ, ৪ এপ্রিল ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur