চাঁদপুরের ফরিদগঞ্জে কাঁচা বাঁশ দিয়ে গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে গাছের মধ্যেই যুবকের মৃত্যু হয়েছে। ৩ নবেম্বর মঙ্গলবার সকালে ফরিদগঞ্জের রুপসা দক্ষিন ইউনিয়নের পূর্ব কাউনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এমন খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আমড়া গাছ থেকে ফয়সাল হোসেনের নিথর দেহ উদ্ধার করে।
এলাকাবাসী ও মৃতের পারিবারিক সুত্র জানায়, ফয়সাল তার বসত ঘরের সামনে থাকা আমড়া গাছ থেকে আমড়া পাড়তে গাছে উঠে ফয়সাল। এরই পাশে পল্রী বিদ্যুতের সঞ্চালিত একটি লাইনে জড়িয়ে ফয়সাল ওই গাছেই ঝুলে থাকে। ৯৯৯ এ ফোন করার পর এক পর্যায়ে চাঁদপুরের ফায়ার সাভিসের লোকজন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ফয়সালের লাশ আমড়া গাছ থেকে উদ্ধার
আরও পড়ুন- হাজীগঞ্জে মৃতব্যক্তির জন্য বাঁশ কাটতে গিয়ে আরেক ব্যক্তির মৃত্যু
এ বিসয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আজ সকালে কাওনীয়া এলাকা থেকে আমাদের জানাণো হলে আমরা বিদূতিক সকেজ হয়ে মৃত ব্যক্তিকে চাঁদপুরের ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছ থেকে নামিয়ে সুরতহাল রিপোর্ট করার জন্য থানায় নিয়ে আশি এবং আনগত বিষটি পক্রিয়া দিন রয়েছে।
প্রতিবেদক : শিমুল হাছান, ৩ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur