Home / জাতীয় / রাজনীতি / আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই : আইভি
আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই : আইভি

আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই : আইভি

সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যদি ইলেকশন কমিশন ঠিক থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঠিক থাকে তাহলে কোন সমস্যা হবে না। তারপরও নির্বাচনের আগে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা ভয় আর শঙ্কা কাজ করেই।
সোমবার সকালে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের খানপুর র‌্যালী বাগান (কুমদিনী বস্তি) এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের অভিযোগের প্রেক্ষিতে আইভী বলেন, উনি প্রতিদিন একটার পর একটা নতুন নতুন করে অভিযোগ করেন। আমি ওনাকে নিজে বলেছি ভাই আপনাকে যদি কেউ কিছু বলে তাহলে আমাকে ফোন দিয়ে বলেন প্রয়োজনে আমি ব্যবস্থা নিব।
ওনাকে যদি কেউ হত্যার হুমকি দিয়ে থাকে তাহলে জিডি করুক। উনি সেই আইনগত ব্যবস্থা নিক। এ সব দ্বায়ভার ও অভিযোগ আমাকে করা ঠিক না। কারণ আমার কোন ওই রকম উশৃঙ্খল কেউ নাই যে ওনি এসব বলতে পারে। আর আমার বিশ্বাস হয় না কেউ এমন করতে পারে। ওনার অভিযোগটা কতটা সত্য ও যুক্তিযুক্ত তা যাচাই করে দেখা উচিত।

বিএনপির প্রার্থী প্রতিদিনই একটা করে অভিযোগ করছেন বলে জানান আইভি।

আইভির ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে পড়ুন ….কে এই সেলিনা হায়াৎ আইভি?

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ০০ এএম, ২০ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
এইউ

Leave a Reply