আমি সর্বদাই আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কৃতিসন্তান ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রূপসা দক্ষিণ ইউনিয়নের মান্দারখিল গ্রামের নিজ বাড়ির সামনে এ সংবর্ধনার আয়োজন করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন।
প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, আমি আজ আপনাদের ভালোবাসায় অভিভূত। আপনারা আমাকে যে স্নেহ ও সমর্থন দিয়েছেন, তা আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভুলব না। আমাদের দেশনেত্রী আপোষহীন বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমান আমাকে তৃতীয় বারের মতো ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি, পূর্বের মতো এবারও আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, আমি সর্বদাই আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আপনাদের এই ভালোবাসাই আমার শক্তি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, গৃদকালিন্দিয়া কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারী, বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান, পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হারুন পাঠান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য বজলুর রহমান ফজলু, সোহেল খানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান মিলন, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি নেতা ইকবাল পাটওয়ারী, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাজু পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছবুর পাটওয়ারী রুবেল, রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু সায়েদ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল কাদের, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাছির হোসেন চৌধুরী ও ওমান প্রবাসী বিএনপি নেতা শফিকুর রহমান প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১১ নভেম্বর ২০২৫