Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / ‘আমি তাকে বিয়ে করতে না পারলে আত্যহত্যা ছাড়া উপায় নেই’
হাজীগঞ্জে বিয়ের দাবিতে
নবম শ্রেণির ছাত্রের বাড়িতে অনশন

‘আমি তাকে বিয়ে করতে না পারলে আত্যহত্যা ছাড়া উপায় নেই’

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে ৮ম শ্রেণিতে পড়ুয়া প্রেমিকার অনশন করেছে। প্রেমিক ৯ম শ্রেণির ছাত্র নকিব ও তার পরিবার এর আগেই বাড়িতে তালা মেরে গা ঢাকা দিয়েছে।

২৮ মার্চ রোববার দুপুরে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের দিগছাইল গ্রামের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরে ওই ছাত্রী প্রেমিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে।

এ বিষয়ে প্রেমিকা অভিযোগ করে বলেন,আমাকে সে সুকৌশলে ধর্ষণ করেছে। এখন আমি তাকে বিয়ে করতে না পারলে আত্যহত্যা ছাড়া উপায় নেই।

অনশনকারী ছাত্রী জানায়, গত ১৮ মার্চ একই বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রের সঙ্গে চট্টগ্রামে গিয়ে একটি হোটেলে পাঁচ দিন ছিল তারা। সেখান থেকে ওই ছাত্রের মামা তাদের দুইজনকে বিয়ে দেবে বলে হাজীগঞ্জ বাজারে নিয়ে আসেন। কিন্তু হাজীগঞ্জ বাজারে আসার পর ওই কিশোর প্রেমিক ও তার মামা ছাত্রীকে একা রেখে পালিয়ে যায়।

এরপর থেকে মেয়েটি প্রতিদিন সকালে তার প্রেমিকের বাড়িতে গিয়ে বাড়ির বারান্দায় বসে অনশন করে।

অনশনের প্রথম দিন থেকেই ওই কিশোরের মাসহ স্বজনরা পালিয়ে যায়। তারপরও নাছোড়বান্দা ছাত্রী ওই বাড়িতে টানা পাঁচ দিন অনশন করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে এ ঘটনার বিষয়ে গত ২১ মার্চ থেকে ওই কিশোর প্রেমিক নিখোঁজ বলে তার মা হাজীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

ছেলের মামা সোহাগ বলেন, মেয়েটিকে দিয়ে তার বড় বোন লেলিয়ে দিয়ে আমাদের মানহানির চেষ্টায় লিপ্ত রয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশীদ বলেন, ধর্ষণের মামলা নেয়া হয়েছে। মেয়েটির অভিযোগের ভিত্তিতে তদন্ত কাজ চলছে।

হাজীগঞ্জ প্রতিনিধি,২৯ মার্চ ২০২১