শুক্রবার, ১২ জুন ২০১৫ ০৬:৩৪ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদক :
নাজনীন আক্তার হ্যাপী হাল সমসয়ে শোবিজে নানা কারণে আলোচিত তিনি। একটি মাত্র চলচ্চিত্র মুক্তি পেলেও মডেল ও অভিনেত্রী ভাবতেই পছন্দ করেন। কয়েকটি নতুন সিনেমার শুটিং চলছে। এর মধ্যে একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন হ্যাপী।
হ্যাপী ব্যক্তিগত জীবনে মা ভক্ত মেয়ে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। মিডিয়া ছাড়া কিছু ভাবতে না পারলেও সংসারজীবনে দারুণ লক্ষ্মী। মনে করেন, তিনি একটু বেশিই আবেগপ্রবণ। হ্যাপী সম্প্রতি তার লাইফস্টাইলের খুঁটিনাটি জানিয়েছেন চাঁদপুর টাইমসকে। আগ্রহী পাঠকের জন্য তা বিস্তারিত তুলে ধরা হলো :
পুরো নাম : নাজনীন আক্তার হ্যাপী
ডাকনাম : হ্যাপী
প্রিয় মানুষ : আম্মু (হামিদা বেগম)
যাকে জ্বালাতন করি : ছোটবোনকে। ওর নাম শারমিন আক্তার পপি। ক্লাস টেনে পড়ে।
প্রিয় পোশাক : শাড়ি। সহজে বহন করা যায়, হালকা টাইপের শাড়ি পরতে ভাল লাগে।
প্রিয় খাবার : ঝালমুড়ি।
শখ : লেখালেখি উপভোগ করি। সময় পেলে গল্প-কবিতা ইত্যাদি লিখি। আর গাছে উঠতে ভাল্লাগে।
বদ অভ্যাস : আমি খুব বেশি ইমোশনাল। আর রাগটাও একটু বেশি।
দেশে প্রিয় স্থান : দাদু বাড়ি, বাগেরহাট।
বিদেশে প্রিয় স্থান : নেপালের কাঠমান্ডু।
শেষ দেখা প্রিয় সিনেমা : বডিগার্ড।
শেষ শোনা প্রিয় গান : নতুন অনেক গান শুনেছি। তবে মনে নেই। নচিকেতার ‘যখন সময় থমকে দাঁড়ায়’ সব সময়ের প্রিয়।
প্রিয় বই : হুমায়ূন আহমেদের সব বই। সত্যি বলতে তার সব বই আমি পড়ে ফেলেছি।
প্রিয় রং : কালো।
প্রিয় পারফিউম : কালেকশন অনেক বেশি। নাম মনে রাখি না। আমি সাধারণত একসঙ্গে অনেক ফ্লেভারের পারফিউম কিনি।
পছন্দের ফ্যাশন আইডল : কেউ নাই। নিজেকে কেমন পোশাক ও সাজে ভাল লাগবে সে ব্যাপারে সচেতন থাকি।
প্রিয় খেলোয়াড় : আমি খেলাধুলা বুঝি না।
প্রিয় অভিনয়শিল্পী : মৌসুমী, শাবনূর, রাজ্জাক, সালমান শাহ, সালমান খান, অমিতাভ বচ্চন, কাজল, কারিনা কাপুর খান।
প্রিয় গায়ক-গায়িকা : আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদী, পিটবুল, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নচিকেতা, শ্রীকান্ত।
প্রিয় লেখক : হুমায়ূন আহমেদ।
প্রিয় নদী : আমার এলাকার নদী রূপসা।
ফেসবুক-টুইটার : ফেসবুক বেশি প্রিয়। এর পরিসর বেশ বড় মনে হয়। টাইম পাসের জন্য উপযুক্ত। অন্যদিকে আমার টুইটার একাউন্ট কিছুদিন আগে হ্যাক হয়েছে। নতুন একাউন্ট খুলব।
যাকে দেখতে পারি না : মিথ্যাবাদী।
জীবনের অপ্রিয় সত্য : সত্যিকারের ভালবেসে ঠকেছি।
মন খারাপ হলে : আজকাল অধিকাংশ সময়ই মন খারাপ থাকে আমার। মন খারাপ হলে কান্না করি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।